হোম > সারা দেশ > কুমিল্লা

নির্বাচনী শোভাযাত্রায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যুবক নিহত 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে তাঁর লাশ দাফন করা হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মানার এলাকায় কুমিল্লা-বাগরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম ইয়াসিন আহম্মেদ সজল (৩০)। তিনি উপজেলার সিদলাই গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে। সজল লেবাননে থাকতেন, বর্তমানে দেশে আছেন, পর্তুগালে যাওয়ার জন্য আবেদন করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুক সরকারের বই প্রতীকের মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় সজল একটি মোটরসাইকেলে পেছনে বসে ছিলেন। মানার এলাকায় তাঁদের মোটরসাইকেলের সামনে ইটবোঝাই একটি ট্রাক্টর দেখতে পেয়ে মোটরসাইকেল হার্ড ব্র্যাক ধরলে সজল পেছন থেকে ছিটকে গিয়ে ওই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান এবং তাঁর মাথায় রক্তক্ষরণ হয়। 

সঙ্গে থাকা লোকজন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই লাশ নিজ বাড়িতে আনা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের বাড়িতে আসে। আজ সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। 

নিহতের চাচাতো ভাই মো. গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনায় মারা গেছেন। 

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কারও কোনো অভিযোগ নেই। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার জন্য একটি লিখিত আবেদন করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত