হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ ভবঘুরের মৃত্যু

‘মৃত্যুর আগে একজন পানি চেয়েছিল, দিতে পারিনি’

 কুমিল্লা প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন যুবক ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

নিহত যুবকদের একজন কুমিল্লার দেবীদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮)। আরেকজনের নাম মো. তুহিন (১৭) বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, এরা সবাই ভবঘুরে ছিল। বিভিন্ন স্টেশনে এরা ঘুরে বেড়াত।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই তিন যুবক মারা গেছেন। তাঁরা ভবঘুরে যুবক। তাঁদের প্রায়ই ট্রেনে এবং রেল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর মধ্যে একজনের স্বজনেরা এসে মরদেহ নেবেন না বলে লিখিত দিয়ে গেছেন। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মো. শাহেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো তিনি ফজরের নামাজ পড়ে রেললাইনের পাশে দিয়ে হাঁটতে বের হন। তখন তিনি দেখেন তিনটি মরদেহ পড়ে আছে। একটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, অপর দুজনের দেহ থেকে পা বিচ্ছিন্ন ছিল। তখন দুজন জীবিত ছিলেন। তিনি বলেন, ‘এদের মধ্যে একজন আমার কাছে পানি চেয়েছিল। আমার বাসা দূরে থাকায় পানি আনতে পারিনি। এরই মধ্যে তারা মারা যায়।’

সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান।’ তিনি বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০