হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ ভবঘুরের মৃত্যু

‘মৃত্যুর আগে একজন পানি চেয়েছিল, দিতে পারিনি’

 কুমিল্লা প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া তিন যুবক ভবঘুরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

নিহত যুবকদের একজন কুমিল্লার দেবীদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮)। আরেকজনের নাম মো. তুহিন (১৭) বলে জানা গেছে। তবে অপরজনের পরিচয় মেলেনি। পুলিশ জানিয়েছে, এরা সবাই ভবঘুরে ছিল। বিভিন্ন স্টেশনে এরা ঘুরে বেড়াত।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই তিন যুবক মারা গেছেন। তাঁরা ভবঘুরে যুবক। তাঁদের প্রায়ই ট্রেনে এবং রেল এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর মধ্যে একজনের স্বজনেরা এসে মরদেহ নেবেন না বলে লিখিত দিয়ে গেছেন। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মো. শাহেদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতিদিনের মতো তিনি ফজরের নামাজ পড়ে রেললাইনের পাশে দিয়ে হাঁটতে বের হন। তখন তিনি দেখেন তিনটি মরদেহ পড়ে আছে। একটি শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, অপর দুজনের দেহ থেকে পা বিচ্ছিন্ন ছিল। তখন দুজন জীবিত ছিলেন। তিনি বলেন, ‘এদের মধ্যে একজন আমার কাছে পানি চেয়েছিল। আমার বাসা দূরে থাকায় পানি আনতে পারিনি। এরই মধ্যে তারা মারা যায়।’

সদর রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, ‘সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফরা ডিউটি করতে যান। তখন স্থানীয়দের কাছে ট্রেনে কাটা পড়ার বিষয়টা জেনে ঘটনাস্থলে যান।’ তিনি বলেন, ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত