হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বন্যায় ২ মাদ্রাসাছাত্রীসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মাদ্রাসা পড়ুয়া দুই চাচাতো বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়। তা ছাড়া পাশের বুড়িচংয়ে মারা যান এক বৃদ্ধ।

নিহত তিনজন হলেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০), মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (১০) ও বুড়িচং উপজেলার এরশাদ মিয়া (৬০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মুমিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, সামিয়া ও আয়েশা সম্পর্কে চাচাতো বোন। তারা পাশের নয়াকান্দি খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। বন্যার পানিতে দুঃখিয়ারকান্দি-বাঘাইরামপুর সড়কের বাঘাইরামপুর গ্রামের একটি স্থানে সড়ক ভেঙে বন্যার পানির স্রোতের সৃষ্টি হয়। তারা দুই বোন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পানির স্রোতের তোড়ে খাদে পড়ে ডুবে যায়।

খবর পেয়ে স্থানীয়রা ডুবে যাওয়া শিশুদের উদ্ধারে কাজ করে। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে সামিয়াকে এবং বেলা দেড়টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মৌটুপী গ্রামের কুস্তিগীর রাসেলসহ শত শত মানুষের চেষ্টায় আয়েশাকে উদ্ধার করা হয়। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

কান্নাজড়িত কণ্ঠে নিহত আয়েশার মা বলেন, ‘আমার মেয়ে আজ মাদ্রাসায় যেতে চায়নি। আমি জোর করে পাঠিয়েছি। তার বাবা গত পরশু প্রবাসে গেছে। আজ মেয়ের এই খবর শুনে চলে আসতেছে। আমার মেয়েটি অনেক আদরের ছিল। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি এখন কী নিয়ে বাঁচব।’

এদিকে পানিতে আটকে বিনা চিকিৎসায় মারা গেছেন বুড়িচং উপজেলার গোপীনাথপুরের ফরিদ মিয়া নামের এক বৃদ্ধ। বাড়িতে পানি ওঠায় পার্শ্ববর্তী মেয়ের বাড়ি রামনগরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে পানিবন্দী থাকায় বিনা চিকিৎসায় মারা যান। আজ রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর উপসহকারী পরিচালক ফরিদুল এরশাদ।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক