হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে মামাতো ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। আজ শনিবার বিকেলে ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত মেহেদী হাসান শান্ত (২৫) ওই গ্রামের সরকার বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। 

এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। তাঁরা হলেন মো. আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, ছিকাব আলম ও রাসেল মিয়া। তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বাড়িও নুরপুর গ্রামে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আজ বিকেলে নুরপুর গ্রামের সরকার বাড়ির মো. সাজিদুর রহমান সরকারের সঙ্গে হবির বাড়ির আল আমিনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে সাজিদকে ঘুষি দেন। সাজিদ কোমর থেকে ছুরি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। 

সাজিদকে থামাতে গিয়ে ছুরির এলোপাতাড়ি কোপে মেহেদী হাসান শান্তসহ পাঁচজন আহত হন। শান্তকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাস্তুরা জানান, পিঠের নিচে ছুরির আঘাত লাগায় শান্ত আগেই মারা গেছেন। 
 
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আমি এখন ঘটনাস্থল আছি। ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করছি। শান্তের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার