স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। নির্দিষ্ট কোনো তারিখে নয়, প্রতিনিয়ত তাঁদের স্মরণ করতে হবে।
আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল শৈবালসংলগ্ন এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাইয়ে আহত যোদ্ধাদের সরকার সুচিকিৎসার ব্যবস্থা করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শহীদ ও আহত ব্যক্তিদের অবদান কখনো টাকা দিয়ে পোষানো যাবে না। এই স্তম্ভ নির্মাণের উদ্দেশ্য হলো—সবাইকে জুলাই যোদ্ধাদের কথা যেন মনে করিয়ে দেয়, সে ভাবনাতেই এটি নির্মাণ করা হয়েছে। এটি শুধু দিবস উদ্যাপনের জন্য নয়, বরং প্রতিদিন যেন এই স্তম্ভ স্বজনহারা পরিবারগুলোর কাছে শ্রদ্ধা জানানোর স্থান হয়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক সালাহ্উদ্দিন জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে।