হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত, আহত ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখি ভ্যানের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন নারীসহ মোট চারজন আহত হয়েছেন।

নিহত বৃদ্ধা চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রামের মৃত দাউদ আলীর স্ত্রী। 

আহতরা হলেন-একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে বাবলু (৪৫), মৃত শমসের মণ্ডলের স্ত্রী জামেলা খাতুন (৫৫), মৃত ইসমাইল হোসেনের স্ত্রী গঞ্জেরা বেগম (৫০) ও মৃত লাল মিয়ার স্ত্রী রিজিয়া বেগম (৬০)। 

স্থানীয়রা জানান, আজ সকাল ৯টার দিকে দর্শনা ফায়ার স্টেশনের সামনে একটি মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালকের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভ্যানচালকসহ পাঁচ যাত্রী আহত হন। পরে দর্শনা ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার স্টেশনের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে আহত নূরজাহান বেগম মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই এক নারী মারা গেছেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করানো হয়েছে। তবে, তাঁরা শঙ্কামুক্ত।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারী মারা গেছেন। তবে, এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন