হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরের জাতীয় পার্টির সভাপতির মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে ফজিয়া খানম দিপা (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমানের মেয়ে। 

আজ রোববার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা মোল্লাপাড়ার নিজ ঘরের সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, দিপা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিষয়ে তৃতীয় বর্ষে পড়তেন। তবে করোনাকালীন তিনি বাড়িতে চলে আসেন। এরপর থেকে বাড়িতেই ছিলেন। 

মজিবুর রহমান বলেন, ‘আমার মেয়ে প্রায় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে রাখত। গত শনিবার সন্ধ্যার পর দিপা ভেতর ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। তারাবির নামাজ শেষে স্ত্রীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারি। তবে মেয়ে প্রায় এমন করত বলে তিনি গুরুত্ব দেয়নি। সাহরি খাওয়ার সময় খেয়াল করি মেয়ে এখনো খাওয়া-দাওয়া করেনি। ঘরে লাইট জ্বলছে। পরে ঘরের দরজার ওপরের ফাঁকা দিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। বিষয়টি পুলিশকে জানালে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

এ বিষয়ে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার দাস বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জানা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত