বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল শনিবার আসলাম হোসেন অর্ককে আহ্বায়ক ও সাফফাতুল ইসলামকে সদস্যসচিব করে ১০১ সদস্যের চুয়াডাঙ্গার জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। কমিটিতে একজন করে মুখপাত্র ও মুখ্য সংগঠক, চারজন সংগঠক, ৮ জন যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম সদস্যসচিব এবং ৭৫ জন সদস্য রাখা হয়েছে।
কুষ্টিয়া জেলা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন শুরু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটিতে আছেন, যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক, সিরাজুম মুনিরা, আল ইমরান, সাকিব আল হাসান, মো. আরাফাত রহমান, আবিদ হাসান রিফাত, সানজিদা তাবাসসুম (মিথীন), ফাহিম ফয়সাল নাহিদ, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন, রনি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আমির হামজা অংকন, সপ্নীল অধিকারী, হাসিবুল হাসান শান্ত, আজমেরী সুলতানা অনিমা, আরাফাত হোসেন, মো. তন্ময় হাসান তৌহিদ, মুখ্য সংগঠক সজীবুল ইসলাম, সংগঠক কামরুল হাসান কাজল, খাজা মুদাছির ইবনে আজম (মাজিন), তানভীর ফয়সাল অনিক, নাইম বীন হাসান, মো. আল রিফাত, মুখপাত্র তামান্না খাতুন।