চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা মূল্যের ১ কেজি ১৬৬.২০ গ্রাম স্বর্ণসহ মো. মমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির সদস্যরা মান্ত ইউনিয়নের পিচমোড় থেকে এই স্বর্ণসহ তাঁকে আটক করে।
রাত সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত ইউনিয়নের পিচমোড় থেকে আটটি স্বর্ণের বার এবং ছোট একটি স্বর্ণের টুকরাসহ গয়েশপুরের তেতুল মণ্ডলের ছেলে মো. মমিনকে আটক করে। তিনি বাইসাইকেলে স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১৬৬.২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। মো. মমিনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করেছে। আর স্বর্ণগুলো চুয়াডাঙ্গার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।