হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে বেশি দামে তরমুজ ও মুরগি বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে তরমুজ ও মুরগি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এ সময় কামরুলের তরমুজের দোকানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির প্রমাণ পান। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা করেন। আর তাঁকে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করতে নির্দেশনা দেন। 

এদিকে আলামিনের মুরগির দোকানে অতিরিক্ত দামে মুরগির বিক্রির প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁকে একই আইনে এক হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, ‘অতিরিক্ত দামে তরমুজ ও মুরগি বিক্রি করায় আজ দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সবাইকে ক্রয়-বিক্রির ভাউচার সঙ্গে রাখতে বলা হয়েছে। আর মূল্যতালিকা দৃশ্যমান জায়গায় টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত