হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

এক বান টিন পেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ

প্রতিনিধি, আলমডাঙ্গা

ঘরের চালের টিন ফুটো। বৃষ্টি এলেই ঘরে পানি জমে যায়। মুন্সিগঞ্জের হৈদেরপুর গ্রামের নতুনপাড়ার এমন একটি ঘরে বাস করেন ৮১ বছর বয়সী রহম আলী। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলে থাকেন আলাদা বাড়িতে। 

রহম আলীর এমন ভোগান্তির ভিডিও 'CHUADANGA-বাংলাদেশের প্রথম রাজধানী' নামের একটি ফেসবুক পেজে আপলোড করেন মোস্তাফিজ বাপ্পি নামের এক তরুণ। এই দৃশ্য দেখে তাঁর সহায়তায় এগিয়ে আসেন ফেসবুক গ্রুপ 'আলমডাঙ্গা পজিটিভ গ্রুপ' এর সদস্যরা। তাঁরা রহম আলীকে এক বান নতুন টিন উপহার দেন। 

টিন পেয়ে আনন্দে অঝোরে কাঁদতে থাকেন রহন আলী। তিনি বলেন, 'বিষ্টিতে খ্যাতা (কাঁথা) ম্যাতা ভিজে যায়। পা'র নিচে পানিতে ভরে যায় তো তাই কিচু ছ্যালে টিন দিচে। বুলেচে ঘর বানি দ্যাবে'

পজিটিভ গ্রুপের অ্যাডমিন ও সক্রিয় সদস্য আনিসুজ্জামান রিমন বলেন, আমরা রহম চাচার হাতে টিন তুলে দিয়েছি। খুব শিগগিরই ঘর তৈরির প্রয়োজনীয় কাজ শেষ করে দেব। তার হাঁপানির চিকিৎসার ব্যবস্থা ও করা হবে ইনশা আল্লাহ। 

প্রসঙ্গত, 'আলমডাঙ্গা পজিটিভ গ্রুপ' এর সদস্যরা এর আগে করোনা রোগীদের জন্য 'হ্যালো অক্সিজেন' সেবা চালু করেন। এ পর্যন্ত তাঁরা ৭৫ জনকে অক্সিজেন দিয়েছেন। গ্রুপের ১০ থেকে ১৫ জন সদস্য নিয়মিত স্বেচ্ছাসেবায় এ কাজ করছেন। এদের বেশির ভাগই শিক্ষার্থী। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত