হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নিখোঁজের এক দিন পর বাবুর্চির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় নিখোঁজের এক দিন পর রহমান হোসেন নামের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বনানীপাড়ার বেনাগাড়ির মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। 

রহমান হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বনানীপাড়ার মৃত মেগবার আলির ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল ১০টার দিকে রহমান হোসেন ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে ফিরে  না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে রহমানের পরিবারের পক্ষ থেকে সদর থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর দুপুরে স্থানীয় লোকজন মাঠে যাওয়ার সময় বনানীপাড়ার বেনাগাড়ির মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাঈদ বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এখনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর