হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। তবে ডলার পাচারকারীরা পালিয়ে গেছেন বলেও জানানো হয়েছে।

আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজিবি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চোরাকারবারিরা দর্শনা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ইউএস ডলার পাচার করবে বলে গোপন তথ্য পাওয়া যায়। এ খবরে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ৮৬ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় আনুমানিক পৌনে ১১টার দিকে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্য দিয়ে পার্শ্বের গ্রামের দিকে যেতে দেখে বিজিবি টহলদল। এ সময় তাঁর গতিরোধের চেষ্টা করলে তিনি তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। ব্যাগের মধ্যে ২টি বান্ডিলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করে। 

বিজিবি পরিচালক পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, এ বিষয়ে দর্শনা থানায় মামলা করা হবে এবং উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত