হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শিহাব (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ছাত্রীর মা গতকাল রোববার রাতে জীবননগর থানায় উপস্থিত হয়ে ধর্ষণচেষ্টার বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। এরপর আমরা অভিযোগের ভিত্তিতে শিহাবকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে আমরা ঘটনার সত্যতা পাই। পরে ছাত্রীর মা বাদী হয়ে জীবননগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ একটি মামলা করেন। শিহাবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

অভিযোগে ছাত্রীর মা উল্লেখ করেন, ‘আমার মেয়ের বয়স সাত বছর। মেয়ে মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। গত বুধবার দুপুর ১২টার দিকে মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি আসছিল। এ সময় শিহাব রাস্তায় মেয়েকে একা পেয়ে বার্গার ও চিকেন খাওয়ানোর লোভ দেখায়। তারপর শিহাব ও তার সঙ্গে থাকা আরও দুজন মোটরসাইকেলে আমার মেয়েকে নিয়ে “দি রয়েল ক্যাফে” যায়।’

ছাত্রীর মা আরও বলেন, ‘সেখানে আমার মেয়েকে বার্গার ও চিকেন খাওয়ানো শেষ করে মোটরসাইকেলে বাঁকা রোডে নিয়ে যায়। পরে শিহাব মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।’

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১

চুয়াডাঙ্গা হাসপাতাল: অস্ত্রোপচারে মাসের অপেক্ষা