হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে (২৮) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাশে এই ঘটনা ঘটে। মিঠু জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা।

এলাকাবাসী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে মিঠুর সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষন পর আরও কয়েকজন এসে তাঁর ওপর হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে হাতে আঘাত করলে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন বলেন, মিঠুর বাঁ হাতের মাংসপেশিতে আঘাত লেগেছে। এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চুয়াডাঙ্গায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নারী সংক্রান্ত কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত