হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিকের লাশ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিক মো. শান্তর (১৬) লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে তার স্বজন ও এলাকাবাসী এ বিক্ষোভ করে। এ সময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন তার স্বজন ও গ্রামবাসী। এ সময় স্বজনেরা বলেন, শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। গতকাল সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ইটভাটার পেছনের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় পুলিশের বিচারের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত