চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৬ শতাংশের বেশি। নতুন ৩৭ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৪ জনে। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জন।
গতকাল বুধবার রাত নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এদিন জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৪৩ জন।
জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ৬৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। পূর্বের নমুনাসহ ৮০টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৩৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে সদর উপজেলার ১৭ জন, আলমডাঙ্গার ৪ জন, দামুড়হুদায় ১৩ জন ও জীবননগর ৩ জন।