আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চিরকুট লিখে অনার্স দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বুধবার (২ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃত্যুর আগে সুইসাইড নোটে লিখে গেছেন, `আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'।
মৃত শিক্ষার্থীর নাম ফারদিন হাসান তুষার এবং উপজেলার আঠারখাদা গ্রামের স্কুলশিক্ষক রবিউল হকের একমাত্র ছেলে।
মৃত তুষারের আত্মীয় আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোলের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁরা দীর্ঘদিন যাবৎ আলমডাঙ্গা স্টেশনপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। তুষারের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং তিন মাস আগে ওই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তুষার। গতকাল বুধবার সন্ধ্যায় একটি সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, বুধবার রাত ৮টায় আত্মহত্যার খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়। কোনো মামলা না করায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।