হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

৫ রেলশ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পাঁচ রেলশ্রমিককে প্রত্যাহারের প্রতিবাদে চুয়াডাঙ্গা স্টেশনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রেলওয়েতে কর্মরত শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ১১টা থেকে স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন রেলওয়ের কর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের ওপর রেললাইন সংস্কারের কাজ করছিলেন ২০-২৫ জন রেলশ্রমিক। এ সময় সংকেত অমান্য করে দর্শনা থেকে সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন লাল ব্রিজের ওপর উঠে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা নিচে পানিতে লাফ দেন, আবার ট্রেন থেকেও ঝাঁপিয়ে পড়েন কিছু যাত্রী। পরে মালবাহী ট্রেনটি থামলে চালক ও সহকারীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে মালবাহী ট্রেন লাইনে থামিয়ে রাখেন চালক। পরে রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যস্থতায় আট ঘণ্টা পর সেই মালবাহী ট্রেন চালু হয়। পরে ট্রেনচালককে মারধরের ঘটনায় প্রত্যাহার করা হয় রেলের পাঁচ শ্রমিককে। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারে সকাল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান নেন কর্মরত রেলশ্রমিকেরা। এ সময় তাঁরা লাইন ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন অবরোধের হুমকি দেন। পরে স্থানীয় প্রশাসন ও রেলের কর্মকর্তাদের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পর আন্দোলন থেকে সরে দাঁড়ান তাঁরা। 

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, রেললাইনের সংস্কার করতে গিয়ে অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। আবার সেই শ্রমিকদেরই কাজ থেকে প্রত্যাহার করা হয়। এ সিদ্ধান্ত মানা যায় না। এই পাঁচ শ্রমিককে আবার পুনর্বহাল করতে হবে, নয়তো আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, বেলা ১১টা থেকে কিছু শ্রমিক স্টেশন এলাকায় অবস্থান নেন। তাঁদের আন্দোলনে কোনো ট্রেন কিংবা যাত্রীর ভোগান্তি হয়নি। পরে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন। 

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, খবর পেয়ে স্টেশনে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন। স্টেশন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত