হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনা সীমান্ত দিয়ে আরও ৮১ জনের দেশে প্রবেশ

প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। প্রবেশ করা ৮১ বাংলাদেশির কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন তাঁরা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৮১ জন। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসা নতুন এই ৮১ জনের মধ্যে কারও দেহে করোনা শনাক্ত হয়নি। পুলিশি পাহারায় গতকালই তাঁদের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে ও মাইক্রোযোগে টিটিসিসহ বিভিন্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, গতকাল ভারতফেরত আরও দুজনকে শারীরিক অসুস্থতার জন্য সদর হাসপাতালের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিনে থাকা আগের চারজনসহ মোট ছয়জনকে সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া ভারতফেরত করোনা শনাক্ত সাতজন হাসপাতালের আইসোলেশনে আছেন। করোনা শনাক্ত সাতজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।

উল্লেখ্য, ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে গত পাঁচ দিনে বাংলাদেশে প্রবেশকারী ৪১৫ জনের মধ্যে মোট সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সাতজনই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত