হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনা সীমান্ত দিয়ে আরও ৮১ জনের দেশে প্রবেশ

প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নতুন আরও ৮১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। প্রবেশ করা ৮১ বাংলাদেশির কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে প্রবেশ করেন তাঁরা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেছেন ৮১ জন। তাদের সবাইকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশে আসা নতুন এই ৮১ জনের মধ্যে কারও দেহে করোনা শনাক্ত হয়নি। পুলিশি পাহারায় গতকালই তাঁদের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে ও মাইক্রোযোগে টিটিসিসহ বিভিন্ন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ফাতেহ্ আকরাম বলেন, গতকাল ভারতফেরত আরও দুজনকে শারীরিক অসুস্থতার জন্য সদর হাসপাতালের কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। কোয়ারেন্টিনে থাকা আগের চারজনসহ মোট ছয়জনকে সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ছাড়া ভারতফেরত করোনা শনাক্ত সাতজন হাসপাতালের আইসোলেশনে আছেন। করোনা শনাক্ত সাতজনেরই শারীরিক অবস্থা ভালো আছে।

উল্লেখ্য, ভারত থেকে দর্শনা চেকপোস্ট দিয়ে গত পাঁচ দিনে বাংলাদেশে প্রবেশকারী ৪১৫ জনের মধ্যে মোট সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সাতজনই সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন