হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার হত্যার ঘটনার অন্যতম আসামি মাসুদ রানাকে (২৫) কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শনিবার সকাল সকাল ৮টার পর মামলা মামলা দিয়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। দুপরে তাঁকে আদালতে তোলা হয়। 

গ্রেপ্তারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এতে মাসুদ রানার নামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত হিসেবে আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার হয়। শনিবার দুপুরে তাঁকে আমলি আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা