হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার হত্যার ঘটনার অন্যতম আসামি মাসুদ রানাকে (২৫) কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শনিবার সকাল সকাল ৮টার পর মামলা মামলা দিয়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। দুপরে তাঁকে আদালতে তোলা হয়। 

গ্রেপ্তারকৃত মাসুদ রানা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার আল ইমরানকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার সকালে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা আব্দুল জলিল। এতে মাসুদ রানার নামসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত হিসেবে আরও ৪ / ৫ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্দেহের তালিকায় থাকা মাসুদকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেপ্তার হয়। শনিবার দুপুরে তাঁকে আমলি আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) হাদীউজ্জামান জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আদালতে তোলা হয়েছে। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন আসামি। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন