হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

৪ বছর পর কারামুক্ত ভারতীয় নাগরিক, বিএসএফের আপত্তিতে আবার জেলে

চার বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর (৩৫)। আদালত অনুপ্রবেশের দায়ে তাঁকে ৪ বছরের জেল দেন।

সেই সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাঁকে ভারতে ফেরত পাঠানোর জন্য চুয়াডাঙ্গার দর্শনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপককে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করে। ফলে আবার কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশ নগর থানার মনিহার গ্রামের রাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুরকে ২০১৯ সালে বাংলাদেশের পিরোজপুরে গ্রেপ্তার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে ৪ বছর জেল হয় তাঁর। সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দীপককে ভারতে পাঠানোর জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি। পরে জয়নগর চেকপোস্ট শূন্য রেখায় পতাকা বৈঠক বসে।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দীপকের কোনো অভিভাবক না আসায় তাঁকে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না। দীপকের অভিভাবকের সন্ধান পাওয়া গেলে তাঁকে ফেরত নেওয়া হবে। এ কারণে দীপককে আবার বিজিবি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরে পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায়। 

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্ট আই সিপির ইনচার্জ আব্দুল জলিল, দর্শনা থানার এসআই সোহেল রানা, দর্শনা ইমিগ্রেশনের এসআই মোর্শদ, এসআই আবু হানিফ, এএসআই আব্দুল মমিন, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার বিধাস চন্দ্র।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত