হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক মো. শামসুজ্জামানের (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে খবর পেয়ে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামে। 

শামসুজ্জামানের ভাই আহসানুজ্জামান বলেন, ‘অফিসের একটি মোটা অঙ্কের হিসাব নিয়ে ঝামেলা ছিল। বিভিন্ন সূত্রে আমরা এটি জানতে পেরেছি। তবে সে আমাদের কখনো কিছু জানায়নি। আজ সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। আসলে সে আত্মহত্যা করেছে, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে, বুঝতে পারছি না।’

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা বলেন, শামসুজ্জামান চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে এসে নিয়মিত অফিস করতেন। মাঝেমধ্যে অফিসে রাত যাপন করতেন। গতকাল শনিবার অফিস শেষে বিকেলে পাশের গোপালপুর গ্রামের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে ক্যারম খেলেন। আজ সকালে অফিসে এসে তাঁর লাশ ঝুলছে বলে খবর পাওয়া যায়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মেহেরপুর বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, ‘শামসুজ্জামান এক মাস আগে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী থেকে মেহেরপুরে যোগদান করেন। তাঁর বিষয়ে আমরা তেমন কিছু জানি না। তবে শুনেছি, চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীতে তাঁর অর্থ আত্মসাৎ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিষয়টি জানা যাবে।’

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত