হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

টাকার অভাবে দেরিতে এল অ্যাম্বুলেন্স, রক্তবমিতে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান পিয়ারুল ইসলাম (২৩) নামের এক দিনমজুর। পরে গিয়ে গুরুতর জখম হন এবং পা ভেঙে যায় তাঁর। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চার দিন চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার রাতে মারা যান পিয়ারুল।

নিহত পিয়ারুল ইসলাম জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হঠাৎপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। পিয়ারুলের ৮ মাস বয়সী এক সন্তান রয়েছে।

পিয়ারুলের দুলাভাই জহুরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোরে পিয়ারুল পাশের গ্রামে একটি গাছে উঠে মধুর চাক ভাঙার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়। তাঁর একটি পা ভেঙে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকেরা গত শনিবার থেকে যথাসাধ্য চিকিৎসা দিলেও গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পিয়ারুলের অবস্থার অবনতি হয়। তাঁর মুখ দিয়ে রক্ত-বমি হতে থাকে। এ অবস্থায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।’ 

জহুরুল ইসলাম আরও বলেন, ‘পিয়ারুল দিনমজুরের কাজ করে। তাঁর বাবা এবং আমরা সবাই গরিব। পিয়ারুলকে বাইরের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে অনেক দেরি হয়ে যায়। সবশেষে যখন অ্যাম্বুলেন্স ঠিক হয় তখন রাত পৌনে ১২ টা। এর মধ্যে মারা যায় পিয়ারুল।’ 

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত