হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

প্রতিনিধি

জীবননগর (চুয়াডাঙ্গা) : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে আট বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার করিমপুর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। তাঁরা সবাই নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাঁরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার নারায়ণপুর গ্রামের লিয়াকত খানের ছেলে আজিজুর খান (১৯), হাতিরাবাদ গ্রামের ইছাহক আলী শেখের ছেলে সলেমান শেখ (৩১), ফুলবাড়ী গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে গাউছ শেখ (৩৫), সঙ্গে তাঁর স্ত্রী সাবিনা (৩০), ছেলে সাব্বির হোসেন শেখ (০৮); নড়াইল জেলার কালিয়া থানার বাবুপুর গ্রামের মিকাইল শিকদারের ছেলে শাহিন শেখ (১৯), হাড়িভাংগা গ্রামের তারা মিয়ার ছেলে মুন্না (২২) এবং রাজবাড়ী জেলার কালুখালী থানার হরিণবাড়ীয়া গ্রামের শহিদ শেখের মেয়ে অজিফা খাতুন (২২)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার রাতে ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী, শিশুসহ আটজনকে আটক করা হয়। তাঁরা সবাই বাংলাদেশি।

আটক বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩–এর ১১ (১) (গ) ধারায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা ও সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন