হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে একজনের গলিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরের ধান্যখোলা গ্রাম থেকে শমসের আলী (৪০) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মল্লিক মণ্ডলের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলের দিকে শমসের আলীর বাড়ি থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী বাসিন্দারা দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে থাকেন। পরে দেখেন ঘরের ভেতরে শমসের আলীর গলিত মরদেহ পড়ে আছে। এ সময় জীবননগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শমসের আলী ধান্যখোলা গ্রামের একটি নির্জন স্থানে একাকী বসবাস করতেন। তাঁর স্ত্রী ও সন্তান জীবননগর পৌর এলাকার তেতুলিয়া গ্রামে বসবাস করেন। শমসের আলী সারা দিন ভ্যান চালিয়ে রাতে ব্যাটারি চার্জ দিতেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ির আশপাশে কেউ বসবাস না করায় বিষয়টি জানা যায়নি। ফলে মরদেহে পচন ধরলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ধান্যখোলা গ্রাম থেকে ভ্যানচালক শমসের আলীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা গেছে, তিনি তিন-চার দিন আগে কোনো এক সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত