হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে দেয়াল চাপা পড়ে রিফাত হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী বাজারে এ ঘটনা ঘটে। নিহত শিশু জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের উথলী বাজারপাড়ার ফণ্টু মিয়ার ছেলে।

জানা যায়, সকালে সমবয়সীদের সঙ্গে উথলী বাজারে খেলা করছিল রিফাত। খেলার সময় রাস্তার ধারের জনৈক শান্তির বাড়ির নবনির্মিত ইটের প্রাচীরের ওপর উঠলে প্রাচীর ভেঙে তার নিচে চাপা পড়ে রিফাত। এতে মাথাসহ সমস্ত শরীরে গুরুতর আঘাত পায় সে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা জামিরুল ইসলাম বলেন, ‘ফণ্টুর একমাত্র ছেলে রিফাত। দেয়ালে চাপা পড়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবর রহমান মিলন বলেন, ‘জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন