হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইট বোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বজলুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল থাকা আরও এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে দামুড়হুদা ডুগডুগি বাজারের হাউলি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে দামুড়হুদা থানায় নেওয়া হয়েছে।

বজলুর রহমান চুয়াডাঙ্গার দর্শনা বড়শলুয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহত হিরা খাতুন (২৮) দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিকেলে পূর্ব পরিচিত হিরা খাতুনকে নিয়ে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন বজলুর রহমান। এ সময় ডুগডুগি গ্রামের হাউলি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় পাওয়ার টিলার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বজলু। আহত হন মোটরসাইকেল আরোহী হীরা খাতুন। 

ওসি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে পাওয়ার টিলারটি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত