হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরোজগঞ্জ বাজার ও শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় পৃথকভাবে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুই স্থানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীদের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে কোটাবিরোধী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে তাঁরা চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তাঁরা বিভিন্ন স্লোগানসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় প্রায় আধা ঘণ্টা সরোজগঞ্জ বাজারের ওপর অবস্থান কর্মসূচি পালনের সময় সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

একই সময় একই স্থানে সরোজগঞ্জ বাজারের ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অবস্থান কর্মসূচি ছিল। কিছুক্ষণের মধ্যেই ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করেন। সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও তাঁদের মারধরের চেষ্টা চালান। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ছিল বলে লক্ষ্য করা গেছে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

অপর দিকে, আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের কাঠপট্টি এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেন। তবে সেখানে তাঁরা ছাত্রলীগের বাধার মুখে পড়েন। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে মাসুদ রানা (২১) নামের এক শিক্ষার্থী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে রয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত