হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রী মাসুমা খাতুন (১৮) আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি আবুল কালাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ। 

আবুল কালাম চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়া গোরস্থান এলাকার মোবারক হোসেনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া মাদ্রাসাছাত্রী মাসুমা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রেলবাজার আলিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই আবুল কালামকে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

এজাহারে বলা হয়, বিবাহিত হয়েও কালাম বেশ কিছুদিন ধরে মাসুমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। এই প্রস্তাবে রাজি ছিল না মাসুমার পরিবার। পরে কালাম মাসুমাকে তাঁর সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে মাসুমাকে প্রকাশ্যে মারধর ও গালমন্দ করেন কালাম। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন মাসুমা। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মো. মহসীন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অর্ধ ডজন মামলার আসামি বখাটে কালাম চুয়াডাঙ্গা জেলার শীর্ষ সন্ত্রাসী। ২০২০ সালে ছাত্রলীগের নেতা জোবায়ের রিগান ও তাঁর মামা কৃষক লীগের নেতা মহসীন রেজাকে কুপিয়ে জখম করেন কালাম। দা নিয়ে কোপানোর জন্য তাঁকে এলাকায় ‘দা কালাম’ নামেও ডাকা হয়। 

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা