চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে ফেরার চেষ্টা করছিলেন। এদিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ শিশুসহ ২১ বাংলাদেশিকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার ৫৮ বিজিবির দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। আটক ব্যক্তিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বেলা ১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। তাঁরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) ও বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, জীবননগর বিওপির টহল দল দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। তাঁরা বাংলাদেশে অবৈধভাবে অবস্থান শেষে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।
এদিকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে জীবননগর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৫ পুরুষ, ৮ নারী, ৮ শিশুসহ মোট ২১ জনকে আটক করে। তাঁরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
আটক পুরুষ ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ঘজাধর দাসের ছেলে নিকেল দাস, গোপাল দাসের ছেলে তাজল দাস, নিতাই দাসের ছেলে হৃদয় দাস, নোয়াখালীর কৃষ্ণ জলদাসের ছেলে রাস মোহল জলদাস ও ভোলার গোপি জলদাসের ছেলে অভিরাম চন্দ্র জলদাস।