হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়। 

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা তথ্যপ্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে। 

এই তথ্যের ভিত্তিতে আজ বেলা ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কে অবস্থান নেয়।

এ সময় টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। 

তল্লাশির সময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটি থেকে ৩ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন