হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন। 

অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের একটি দল উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট ও চ্যাংখালী রোড এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল, কনফেকশনারি, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা মার্কেটে মেসার্স মিজান স্টোরে ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য, রুচি ও প্রাণের প্যাকেটে নকল পণ্য ও বাচ্চাদের প্রলুব্ধ করা প্লাস্টিকের খেলনাযুক্ত খাবার বিক্রির প্রমাণ পাওয়া যায়। 

পরে এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে আর এ ধরনের অপকর্ম করবেন না মর্মে মুচলেকা দেন। অভিযানে ৮ থেকে ১০ বস্তা নিম্নমানের নকল শিশুখাদ্য জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়। 

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও এস আই সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। 

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড