হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে চুরির অভিযোগে গাছে বেঁধে শিশুকে মারধর, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে দোকানে চুরির অভিযোগ তুলে এক শিশুকে (১২) গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকালে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়ায় রিয়োন ট্রেডার্স নামে একটি দোকানে কথিত চুরি অভিযোগ আনা হয় শিশুটির বিরুদ্ধে। এ সময় স্থানীয় লোকজনকে নিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। সেই ছবি ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। 

রিয়োন ট্রেডার্সের মালিক জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আমি বাড়ি ছিলাম। হঠাৎ দোকানের শাটার টানার শব্দ শুনি। পরে এসে দেখি দোকানের শাটার তুলে ওই শিশু ভেতরে ঢুকেছে। ওই শিশু কিছু চুরি করেছে কি না জানতে চাইলে জসিম বলেন, সে দোকান থেকে কিছু নিতে পারেনি। আমার যেতে একটু দেরি হলে চুরি করে নিয়ে যেত। গাছে বেঁধে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে জসিম বলেন, ‘চোর ধরার খবর শুনে দোকানের সামনে অনেক মানুষ জড়ো হয়। তারাই তাকে গাছে বাঁধে। আমি তাকে গাছে বেঁধে রাখিনি।’ 

শিশুটি জানায়, ‘আমার ভুল হয়ে গেছে। আর এমন কাজ করব না।’

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্যরা গিয়ে ওই শিশুকে বাঁধা অবস্থায় পায়নি। স্থানীয় লোকজন তাঁকে একটি দোকানে বসিয়ে রেখেছিল। পরে তাকে পুলিশ ফাঁড়িতে নিয়ে তাঁর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। যেহেতু তার বয়স কম, তাই পরিবারের সদস্যদের দায়িত্বে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

ওসি আরও জানান, জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ছেলেটির বাবা থানায় অভিযোগ দায়ের করলে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত