হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

এনওসি না মেলায় ফিরতে পারেননি তিন শতাধিক বাংলাদেশি

প্রতিনিধি

চুয়াডাঙ্গা: দূতাবাসের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারেননি ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। আজ রোববার দুপুর পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক দেশে আসেননি। যদিও আজ থেকেই ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফিরিয়ে আনার কথা ছিল। এর জন্য চেকপোস্টে সব ধরনের প্রস্তুতিও ছিল।

দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে আটকে পড়া বাংলাদেশিরা সেখানকার বাংলাদেশি হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় দেশে ফিরতে পারেননি। আজ দুপুর পর্যন্ত হাইকমিশন থেকে কাউকে এনওসি দেওয়া হয়নি। এজন্য তারা দেশে আসার অনুমতি পাননি। তবে এনওসি ও করোনা রিপোর্ট হাতে পেলেই তাদেরকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন বলেন, চিকিৎসাসহ বিভিন্ন কাজে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারতে গিয়েছিলেন। এরপর করোনা নিয়ন্ত্রণে সীমান্ত বন্ধ করে দিলে তারা সেখানে আটকা পড়েন। এই চেকপোস্ট দিয়ে এমন তিন শতাধিক যাত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ থেকে তাদের দেশে প্রবেশের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। দেশে প্রবেশের পর দর্শনা চেকপোস্টে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে। করোনা আক্রান্ত হলে রাখা হবে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। আর আক্রান্ত শনাক্ত না হলে রাখা হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

মনিরা পারভীন আরও বলেন, এনওসি না থাকায় আজ এ পথ দিয়ে কেউ দেশে আসতে পারেনি। তবে আগামীকাল সোমবার তাদের দেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি