হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জাতীয় ফল কাঁঠাল উৎসব উদ্‌যাপিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২। আজ শুক্রবার কাঁঠাল উৎসবের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ।

চুয়াডাঙ্গা জেলা উদীচীর সভাপতি হাবিবি জহির রায়হানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সরকারি শেখ হাসিনা কলেজের অধ্যাপক হাফিজ উদ্দিন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, এনএসআই এর উপপরিচালক জিএম জামিল সিদ্দিক, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কোরবান আলী মণ্ডল, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি। 

জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্যসচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক আদিল হোসেন ও জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর আহ্বায়ক শেখ আসমা চুমকি। কাঁঠালের ওপর প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ। অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা জাতীয় ফল কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে তৈরি গান, কাঁঠাল কথন, কবিতা আবৃত্তি, লোকগান ও কাঁঠাল রঙ্গ পরিবেশন করেন। এ ছাড়া কাঁঠাল ভক্ষণ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের কর্মচারী বিলকিস খাতুন। দ্বিতীয় স্থান অধিকার করেন এনএসআই এর ফিল্ড অফিসার মো. নয়ন ও ৩য় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র আফিফ রহমান। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কাঁঠাল চাষি বোয়ালিয়া গ্রামের টোক আলীকে সংবর্ধনা দেওয়া হয়। 

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত