হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে জাতীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সাইফুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি হামিদুল হক মুন্সি, সম্পাদক পরিষদের আহ্বায়ক আজাদ মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।

আজকের পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মেহেরাব্বিন সানভীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক সভাপতি  রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এম আলাউদ্দীন।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন আজকের পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি রিপন হোসেন। সভা উপস্থাপনা করেন নাগরিক টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক।

আলোচনা সভা শেষে অতিথিরা আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটে।

আর সভার আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত