হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১০ জনকে পুশ ইন করল বিএসএফ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

জীবননগরে পুশ ইন করা বাংলাদেশি নাগরিকেরা। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা ১টার দিকে জীবননগরের বেনীপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে মেহগনিবাগানের মধ্যে নায়েক মো. মশিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে অনুপ্রবেশের সময় পাঁচ নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানান, পাঁচ দিন আগে গুজরাট পুলিশ তাদের আটক করে। পরে ২৮ মে তাদের ট্রেনে করে কলকাতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২৯ মে রাত ১১টার দিকে বাসে করে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্প এলাকায় এনে রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে গুজরাট পুলিশ বিএসএফের উপস্থিতিতে সীমান্ত পিলার ৬১/৭-এস বরাবর গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

উল্লেখ্য, এর আগে ২৫ মে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ৭৬ জন বাংলাদেশিকে পুশ ইন করেছিল বিএসএফ।

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড