হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আহত রহিমা খাতুন (৬৫) নামে আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (২ নভেম্বর) রাতে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। 

নিহত রহিমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনার রামনগর গ্রামের তালতলাপাড়ার মৃত জয়নাল মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের চালক ও আরেকজন আরোহী। তাঁরা হলেন নাটোর জেলার লালপুর মহরগয়া কয়লারচর এলাকার জাবেদ আলীর ছেলে হৃদয় (৪০) ও তার শ্যালক দর্শনার আকন্দবাড়িয়া রায়পাড়ার মৃত আফসার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮)। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন রহিমা খাতুন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে আহত হন রহিমা খাতুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টার দিকে রহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘রহিমা খাতুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা তাঁকে যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। আজ সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ 

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দখল-দূষণে অস্তিত্ব সংকট মাথাভাঙ্গার

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা