হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযানে ব্যবসায়ীদের বাধা। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে টাস্ক ফোর্সের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের বাধায় জরিমানা না করে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অভিযান না চালানোর দাবি জানান ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার জীবননগর পৌর শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে শহরের একটি কাপড়ের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। এ সময় কিছু ভারতীয় পণ্যের ভাউচারে সমস্যা দেখতে পান তিনি। অবৈধভাবে ভারতীয় পণ্য রাখার অপরাধে এসি ল্যান্ড জরিমানা করতে গেলে পাশের দোকানের ব্যবসায়ীরা প্রতিবাদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শক্ত অবস্থা নিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাজারের ব্যবসায়ীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। একপর্যায়ে জরিমানা না করে চলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঈদের আগে বাজারে অভিযান না চালানোর দাবি জানান।

জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা আজকের পত্রিকাকে বলেন, ‘এটি মূলত টাস্ক ফোর্সের অভিযান ছিল। বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে ভারতীয় শাড়ি আছে—এমন সঠিক প্রমাণ পাওয়া যায়নি। সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে ব্যবসায়ীরা ইউএনওসহ আমাদের সঙ্গে বসেছিল। সেখানে ঈদের আগে কাপড়ের দোকানে অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চলবে। আর বিজিবিকে সীমান্তে চোরাচালান বন্ধে জোরালো ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত