হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে নারী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গায়ে ফোসকা নিয়ে চিকিৎসা নিতে আসা এক রোগীকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। এগুলো মাঙ্কিপক্সের উপসর্গ বলে ধারণা করছেন চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা।

মাঙ্কিপক্সের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই নারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভারদহ গ্রামের বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, উপসর্গ থাকলেও পরীক্ষা না করে নিশ্চিত করে বলা যাচ্ছে না। রোগীর নমুনা সংগ্রহের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা ৬০ বছর বয়সী এক নারীকে হাসপাতালে আমার চেম্বারে নিয়ে আসে। এ সময় রোগীর হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে এক ইঞ্চির বেশি ব্যাসের বেশ কয়েকটি পানি ভর্তি ফোসকা দেখতে পাই। এগুলো মাঙ্কিপক্সের উপসর্গ।’

ডা. ওয়াহিদ বলেন, ‘পরিবারের সদস্যরা জানায় হঠাৎ করেই দুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাতের তালু, আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে বড় বড় ফোসকা ওঠে। এ ছাড়া রোগীর জ্বর, মাথাব্যথা, গা ব্যথা আছে। বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে আজ হাসপাতালে নিয়ে আসে। মাঙ্কিপক্সের উপসর্গ থাকায় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। পরে বিষয়টি জেলা সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে জানানো হয়েছে।’

ওই রোগীর ছেলে বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। গত মঙ্গলবার হঠাৎ করে হাতের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে ফোসকা উঠতে থাকে। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে আজ আমার বোন মাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক মাকে চিকিৎসা দিয়ে বাড়িতে আলাদা কক্ষে থাকতে বলেছেন। চিকিৎসক আমার বোনকে আরও জানিয়েছেন, মায়ের শরীরের ফোসকাগুলো মাঙ্কিপক্সের উপসর্গ হতে পারে।’ 

 এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর শরীরে মাঙ্কিপক্স রোগের উপসর্গ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে। তারা রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করবেন। নমুনা পরীক্ষার ফলাফল না পেলে এই রোগী মাঙ্কিপক্স আক্রান্ত কি না তা নিশ্চিত করে বলা যাবে না।’

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত