চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশের ঝোপের ভেতর থেকে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে উপজেলার পিয়ারাতলা গ্রামে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ৯টার দিকে ৫৮ বিজিবির জীবননগর বিওপির নায়েক মো. কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা পেয়ারাতলা গ্রামে অভিযান চালান। এ সময় পেয়ারাতলা গ্রামের সরকার পোলট্রি ফার্মসংলগ্ন সড়কের পাশের ঝোপের ভেতর থেকে বিজিবি সদস্যরা ১ কেজি ৪৩০ গ্রাম ভারতীয় কোকেন জব্দ করে।
এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।