হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নতুন ১৪৩ জন আক্রান্ত শনাক্ত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৪৩ জনের শরীরে। জেলা স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গায় ৪৬৬টি নমুনার পরীক্ষায় ১৪৩টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। 

জেলায় নতুন আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, আলমডাঙ্গা উপজেলার ৩০ জন, দামুড়হুদা উপজেলার ২৯ জন ও জীবননগরের ৩৮ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০.৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৪৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ হাজার ৯২৭ জন, আলমডাঙ্গার ৭৬০ জন, দামুড়হুদায় ৯৭০ জন ও জীবননগরে ৮৮৫ জন।

এদিন জেলায় নতুন ১৩২ জন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ২ হাজার ৫৮২ জন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল জেলায় করোনা আক্রান্ত হয়ে ছয়জন ও সদর হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া অন্য পাঁচজনের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় মৃত্যু হওয়া নতুন ছয়জনসহ জেলায় আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১২১ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৬ হাজার ৭৫৮ টি, প্রাপ্ত ফলাফল ১৬ হাজার ৩০২ টি, পজিটিভ ৪ হাজার ৫৪৯ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৮৩০ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭০৭ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১২১ জনের। এ ছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। 

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন