হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে উঠে গেল ট্রাক, চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক। আহত হয়েছেন চালকের দুই সহকারী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক হলেন সোহেল আলী (৩৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী রনি হোসেন বলেন, ‘বিকট শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এ সময় বাইরে বের হয়ে দেখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশী মোকলেচুর রহমানের বাড়িতে ধাক্কা দিয়েছে। দ্রুত সেখানে গিয়ে দেখি দুর্ঘটনায় ট্রাকচালক ও চালকের দুই সহকারী গুরুতর জখম হয়েছেন। ট্রাকচালক সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজনকে স্থানীয় লোকজন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে।’ 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিন আক্তার বলেন, ‘স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে জরুরি বিভাগে আনে। তবে জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি।’

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘বৃহস্পতিবার রাতে চালক সোহেল আলী চুয়াডাঙ্গা থেকে ট্রাকটি চালিয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে রোয়াকুলি গ্রামের ঈদগাহের অদূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ওই বাড়ির কেউ হতাহত না হলেও রান্নাঘর ও টয়লেট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ট্রাকচালক সোহেল আলীর মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন ট্রাকচালকের দুই সহকারী। চিকিৎসার জন্য তাঁদের হারদী হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত