চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে রেজাউল ইসলাম (৫৬) নামের একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫৫ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রেজাউল ইসলাম ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেয়। পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তার অবস্থার অবনতি হলে ৯ মার্চ সকাল ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি করানো হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন সদরের এবং একজন আলমডাঙ্গা উপজেলার। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সুস্থ হয়েছেন ১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন, ১ হাজার ৬৩৫ জন।