হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবকের পোড়া লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ আহমেদ (২৩) নামের এক যুবকের পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ফরিদপুর-গড়চাপড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে মোটরসাইকেলসহ তাঁর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।

উপজেলার বাদেমাজু গ্রামের গরুর ব্যাপারী জয়নালের আহমেদের ছেলে সবুজ আহমেদ পেশায় পুরোনো মোটরসাইকেলের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডের লোকজন সকালে দেখতে পায় মোটরসাইকেলের নিচে সবুজের পোড়া লাশ চাপা দেওয়া রয়েছে। বিষয়টি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সবুজ পুরোনো মোটরসাইকেলের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতে তাঁকে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, মঙ্গলবার রাত ৮টায় নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার সকালে তাঁর পোড়া লাশ ও মোটরসাইকেল দেখতে খবর দেয় স্থানীয়র।

আনিসুজ্জামান আরও বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশি তদন্ত চলছে। দ্রুতই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।’

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১

চুয়াডাঙ্গা হাসপাতাল: অস্ত্রোপচারে মাসের অপেক্ষা