হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তে আজ বুধবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহীম হোসেন বাবু (৩০) নামের একজন নিহত হয়েছেন। নিহত বাবু দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নূর ইসলামের ছেলে।

ইব্রাহীম হোসেন বাবুর বাবা নূর ইসলাম বলেন, ‘বাবু দুপুর সাড়ে ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে সীমান্তসংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ নম্বর খুঁটির কাছে থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে শুনতে পাই, ইব্রাহীমের লাশ বিএসএফের সদস্যরা ওপারে নিয়ে গেছেন।’

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, ইব্রাহীম হোসেন বাবুর লাশ বর্তমানে ভারতের কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের মর্গে রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘খবরটি পাওয়ার পর ভারতের ৩২-বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারের সঙ্গে যোগাযোগ করেছি।’ তিনি জানিয়েছেন, দুপুরে কয়েকজন বাংলাদেশি স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কোনো বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন