চুয়াডাঙ্গার জীবননগরে চার দিন আগে নিখোঁজ আবু সাইদ (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আশতলাপাড়ার কোরিয়ান প্রবাসী কবির হোসেনের নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আবু সাইদ জীবননগর হাইস্কুলপাড়ার আব্দুল রইচের ছোট ছেলে। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যাব, ডিবি, ডিএসবি, সিআইডির সদস্যরাসহ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।
আবু সাইদের ভাই আবু হাসান বলেন, ‘আবু সাইদ গত রোববার ভোরে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। গত সোমবার আমার ভাইয়ের নম্বর থেকে একজন ফোন করে আমার পরিচয় জানতে চেয়েছিল। আমি পরিচয় দিলে সে ফোন কেটে দেয়। কিছু সময় পর একটি ইন্টারনেট (আইপি) নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে বলেন, ১৫ হাজার টাকা দিলে আমার ভাইয়ের খোঁজ দেবেন। টাকা না দিলে তাঁর খোঁজ পাওয়া যাবে না।’
আবু হাসান আরও বলেন, ভাই নিখোঁজ হওয়ার ঘটনায় গত সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিয়মিত থানায় যোগাযোগ করতেন। তবে পুলিশ আবু সাইদের কোনো সন্ধান দিতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বৃহস্পতিবার সকালে কবিরের নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেখানে একটি লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বেলা ২টার দিকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, লাশ পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ‘লাশের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুই জোড়া স্যান্ডেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আরও তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’