হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে আল ইমরান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার খয়েরহুদা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আল ইমরান (২৫) একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয় সরকারি প্রাথমিক স্কুল সংলগ্ন একটি মুদি দোকানের মালিক। 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘ইমরান মাঝে মধ্যে রাতে দোকানে ঘুমাতেন। গত রাতে তিনি বাড়ি আসেননি। সকালে ইমরানের স্ত্রী তাঁর শ্বশুরকে বিষয়টি জানলে তিনি ছোট ছেলেকে দোকানে পাঠান। ছোট ছেলে গিয়ে দেখেন দোকানে ইমরানের লাশ ঝুলছে।’ 

তিনি বলেন, ‘পরে জীবননগর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ইমরান ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।’ 

জীবননগর থানার পরিদর্শক নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ইমরান ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।’ 

নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা অধিক তদন্তের জন্য ইমরানের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

জীবননগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

অবৈধ ৫ সার কারখানা বর্জ্যে বিপাকে স্থানীয়রা

চুয়াডাঙ্গার দুই আসন: একটিতে লড়াইয়ের আভাস, অন্যটিতে এগিয়ে বিএনপি

সরকারি সার অবৈধভাবে বিক্রি, চুয়াডাঙ্গায় ডিলারকে জরিমানা

কেরুর সাবেক এমডিসহ ১০ কর্মকর্তার দণ্ড, বেতন বৃদ্ধি স্থগিত

গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের পাশে জীবননগরের ইউএনও

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত