হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে ট্রেন থেকে ফেলে হত্যার অভিযোগে বিচারের দাবিতে ট্রেন অবরোধ, মানববন্ধন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

জীবননগরে গাফফার আলী ওরফে আকাশ হত্যার বিচারের দাবিতে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আটকিয়ে মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে গাফফার আলী ওরফে আকাশ হত্যার বিচারের দাবিতে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আটকে রেখে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার সকাল ৯টা ১০ মিনিটে জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনে তারা ট্রেনটি আটকে রেখে মানববন্ধন করেন। এ সময় ট্রেনটি ২৩ মিনিট ধরে স্টেশনে আটকে থাকে। পরে সকাল ৯টা ৩৩ মিনিটে সেটি ছেড়ে যায়।

মানববন্ধন শেষে ট্রেনের টিটি মাহাবুব হোসেনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন নিহতের স্বজনেরা। মাহাবুব হোসেন বলেন, ‘বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাব।’

মানববন্ধনে আকাশের বাবা জিন্নাত আলী বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।’

আকাশের মা বলেন, ‘আমার ছেলে অন্যায় করত না, বরং অন্যায়ের প্রতিবাদ করত। সেই প্রতিবাদের কারণেই তাকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেন থেকে পড়ে সেনেরহুদা গ্রামের গাফফার আলী ওরফে আকাশের মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, আকাশ একা একা ট্রেন থেকে পড়েননি, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তাদের অভিযোগ, আকাশকে ট্রেন থেকে ফেলে দেওয়ার আগে বুকে লাথি মারা হয়। রাজশাহী-চুয়াডাঙ্গা রুটের টিটি লালন ও পারভেজ এবং কাদের নামের এক পুলিশ সদস্যের উপস্থিতিতে তাঁকে ফেলে দেওয়া হয় বলে দাবি পরিবারের।

আকাশ চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। তিনি সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর একমাত্র ছেলে।

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৫ দিন সূর্যহীন চুয়াডাঙ্গা: মাঝারি শৈত্যপ্রবাহে বিপন্ন জনজীবন

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

জীবননগরে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত